চীনা বৈশিষ্ট্যের আধুনিকায়নের ব্যাখ্যা দিলেন প্রেসিডেন্ট সি
2022-10-17 14:56:32

 

অক্টোবর ১৭: চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) বিংশতম জাতীয় কংগ্রেস গতকাল (রোববার) বেইজিংয়ে শুরু হয়েছে।

 

সিপিসির ঊনবিংশ জাতীয় কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তাতে কর্ম-প্রতিবেদন পেশ করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।

 

তিনি বলেছেন, এখন থেকে সিপিসির মূল কর্তব্য হবে চীনা জাতির সকল মানুষকে সঙ্গে নিয়ে চীনকে একটি আধুনিক সমাজতান্ত্রিক দেশে পরিণত করা এবং চীনা বৈশিষ্ট্যের আধুনিকায়নের মাধ্যমে চীনা জাতির মহান পুনরুত্থান বাস্তবায়ন করা।

 

এসময় সি চিন পিং চীনা বৈশিষ্ট্যের আধুনিকায়নের ৫টি বৈশিষ্ট্য তুলে ধরেছেন। তা হল: বিশাল জনসংখ্যার আধুনিকায়ন, অভিন্ন সমৃদ্ধির আধুনিকায়ন, বস্তুগত সভ্যতা এবং আধ্যাত্মিক সভ্যতার সমন্বিত আধুনিকায়ন,  মানবজাতি ও প্রকৃতির সমন্বিত আধুনিকায়ন, এবং শান্তিপূর্ণ পথে চলার আধুনিকায়ন। (শিশির/এনাম/রুবি)