সি চিন পিং-এর কর্ম-প্রতিবেদন দেশ পরিচালনার কৌশল
2022-10-17 16:47:16

অক্টোবর ১৭: চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) ২০তম জাতীয় কংগ্রেস গতকাল (রোববার) বেইজিংয়ে মহাগণভবনে শুরু হয়েছে।

 

সিপিসি’র ১৯তম কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এবারের জাতীয় কংগ্রেসে কর্ম-প্রতিবেদন পেশ করেন প্রেসিডেন্ট সি চিন পিং।

 

তাতে তিনি অর্থনীতির উন্নয়ন, গ্রামাঞ্চলের পুনর্জাগরণ, বৈদেশিক উন্মুক্ততা, শিক্ষা ও চিকিৎসা, প্রাকৃতিক পরিবেশ, পরিবেশ সুরক্ষা এবং এক দেশ দুই ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে ভবিষ্যতে সিপিসি’র দেশ পরিচালনার কৌশল তুলে ধরেন।

 

অর্থনৈতিক উন্নয়ন প্রসঙ্গে প্রতিবেদনে একটি আধুনিক শিল্প ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব করা হয়েছে। বাস্তব অর্থনীতির উপর ফোকাস করার উপর জোর দেওয়া, নতুন শিল্পায়নকে উন্নত করা এবং মহাকাশ, পরিবহন, ইন্টারনেট ও ডিজিটাল ক্ষেত্রে শক্তিশালী দেশ গঠনের প্রস্তাবও উত্থাপন করা হয়।

 

গ্রামীণ পুনরুজ্জীবনের বিষয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে আমাদের অবশ্যই দারিদ্র্যবিমোচনের অর্জনকে একীভূত ও প্রসারিত করতে হবে। একটি শক্তিশালী কৃষি-প্রধান দেশের নির্মাণকে ত্বরান্বিত করতে হবে। সব দিক থেকে খাদ্য নিরাপত্তার ভিত্তি সুসংহত করতে হবে। বার কোটি হেক্টর আবাদযোগ্য লাল রেখাকে দৃঢ়ভাবে বজায় রাখতে হবে। চীনা জনগণের চালের বাটি দৃঢ়ভাবে তাদের নিজের হাতে ধরে রাখা নিশ্চিত করতে হবে।

লিলি/এনাম/রুবি