সিপিসি’র জাতীয় কংগ্রেসে প্রতিবেদন পেশ করলেন সি চিন পিং
2022-10-16 12:14:16

অক্টোবর ১৬: আজ (রোববার) সকালে চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র বিংশতম জাতীয় কংগ্রেসের উদ্বোধনী অধিবেশনে  সিপিসি’র সাধারণ সম্পাদক সি চিন পিং সিপিসি’র ঊনবিংশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে প্রতিবেদন পেশ করেন।

প্রতিবেদনে তিনি বলেন, সিপিসি’র অষ্টাদশ জাতীয় কংগ্রেসের পর ১০ বছর অতিক্রান্ত হয়েছে। এই ১০ বছরে চীনা কমিউনিস্ট পার্টি ও চীনা জনগণের জন্য গুরুত্বপূর্ণ ঐতিহ্যিক ও সুগভীর একাধিক তাত্পর্যপূর্ণ ঘটনা ঘটেছে। এ সময় চীনা কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার শততম বার্ষিকী পালিত হয়েছে, চীনের বৈশিষ্ট্যময় সমাজতন্ত্র নতুন যুগে প্রবেশ  করেছে, এবং দারিদ্র্যবিমোচনের মাধ্যমে মধ্যম মানের সচ্ছল সমাজ গড়ে তোলার লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। এ সব সাফল্য সিপিসি ও চীনা জনগণের ঐক্যবদ্ধ সংগ্রামের ফল, যা চীনা জাতির উন্নয়নের ইতিহাসে সোনার অক্ষরে লিপিবদ্ধ থাকবে। (সুবর্ণা/আলিম/রুবি)