সার্বিক সমাজতান্ত্রিক দেশ গড়ে তোলা সিপিসি’র কর্তব্য: সি চিন পিং
2022-10-16 14:23:23

অক্টোবর ১৬: চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) ২০তম জাতীয় কংগ্রেস আজ (রোববার) বেইজিংয়ে শুরু হয়েছে।

সিপিসি’র ১৯তম কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এবারের জাতীয় কংগ্রেসের কাছে কর্ম-প্রতিবেদন পেশকালে সি চিন পিং বলেন, এখন থেকে সিপিসি’র কেন্দ্রীয় কর্তব্য হল দেশের সমস্ত জাতিগোষ্ঠীর জনগণকে একত্রিত করে একটি শক্তিশালী আধুনিক সমাজতান্ত্রিক দেশ গড়ে তোলা, সংগ্রামের দ্বিতীয় শতবছরের লক্ষ্য অর্জন করা এবং ব্যাপকভাবে চীনা-শৈলীর আধুনিকীকরণের মাধ্যমে চীনা জাতির মহান পুনর্জাগরণ এগিয়ে নিয়ে যাওয়া।

প্রেসিডেন্ট সি বলেন, সার্বিকভাবে আধুনিক সমাজতান্ত্রিক শক্তিশালী দেশ গড়ার সামগ্রিক কৌশলগত ব্যবস্থার দুটি পদক্ষেপ রয়েছে। প্রথমত, ২০২০ থেকে ২০৩৫ সাল পর্যন্ত সমাজতান্ত্রিক আধুনিকীকরণ বাস্তবায়ন। দ্বিতীয়ত, ২০৩৫ সাল থেকে এ শতাব্দীর মাঝামাঝি সময়ে শক্তিশালী, সমৃদ্ধ, গণতান্ত্রিক, সভ্যতা-সম্পন্ন, সম্প্রীতিমূলক ও সুন্দর আধুনিক সমাজতান্ত্রিক দেশ গড়ে তোলা।

আগামী পাঁচ বছর সর্বাত্মকভাবে একটি আধুনিক সমাজতান্ত্রিক দেশ গড়ার একটি গুরুত্বপূর্ণ সময় হবে বলে তিনি উল্লেখ করেন।

লিলি/এনাম/রুবি