প্রকৃতি-মানুষের সহাবস্থানের উচ্চ উন্নয়ন করবে চীন
2022-10-16 18:47:54

অক্টোবর ১৬: চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) ২০তম জাতীয় কংগ্রেস আজ (রোববার) বেইজিংয়ে শুরু হয়েছে।

 

সিপিসি’র ১৯তম কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এবারের জাতীয় কংগ্রেসের কাছে কর্ম-প্রতিবেদন পেশকালে সি চিন পিং বলেন, প্রকৃতিকে সম্মান করা, প্রকৃতির সঙ্গে খাপ খাওয়ানো এবং প্রকৃতিকে রক্ষা করা হলো সার্বিক সমাজতান্ত্রিক আধুনিক দেশ গঠনের অভ্যন্তরীণ চাহিদা। তাই দৃঢ়ভাবে দূষণমুক্ত নদী ও সবুজ পাহাড় গড়া হলো স্বর্ণ ও রৌপ্যের পাহাড়ের মতো-এই চিন্তাধারা মেনে চলা এবং অনুসরণ করা উচিত। চীন প্রকৃতির সঙ্গে মানুষের সম্প্রীতিময় সহাবস্থানের উচ্চ উন্নয়ন করবে।

 

কর্ম-প্রতিবেদনে সবুজ উন্নয়নের জন্য সুনির্দিষ্ট পদক্ষেপের একটি সিরিজ প্রস্তাব করা হয়েছে। চীন তার উন্নয়নের সবুজ রূপান্তরকে ত্বরান্বিত করবে, একটি ব্যাপক সংরক্ষণ কৌশল বাস্তবায়ন করবে, সবুজ ও নিম্ন-কার্বন শিল্পের বিকাশ ঘটাবে, সবুজের ব্যবহারকে সমর্থন করবে এবং সবুজ ও নিম্ন-কার্বন উৎপাদন উন্নত করবে।

লিলি/এনাম/রুবি