সুপ্রতিভা লালন করবে চীন: সি চিন পিং
2022-10-16 14:24:10

অক্টোবর ১৬: চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) ২০তম জাতীয় কংগ্রেস আজ (রোববার) বেইজিংয়ে শুরু হয়েছে।

 

সিপিসি’র ১৯তম কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এবারের জাতীয় কংগ্রেসের কাছে কর্ম-প্রতিবেদন পেশকালে সি চিন পিং বলেন,  চীন প্রতিভার মাধ্যমে দেশকে শক্তিশালী করার কৌশল গভীরভাবে বাস্তবায়ন করবে, শ্রম, জ্ঞান, প্রতিভা ও সৃজনশীলতাকে সম্মান করার উপর জোর দেবে চীন।

 

তিনি বলেন, প্রতিভার কৌশলগত বিন্যাস উন্নত করবে এবং বিশ্বের গুরুত্বপূর্ণ প্রতিভা কেন্দ্র এবং উদ্ভাবনের উচ্চভূমি তৈরি করবে। প্রতিভাবানদের জন্য আন্তর্জাতিক প্রতিযোগিতায় একটি তুলনামূলক সুবিধা গঠনের দিকে মনোনিবেশ করবে এবং পার্টি ও জনগণের শিল্পের সমস্ত ক্ষেত্রে অসামান্য প্রতিভা  আকর্ষণ করবে।

 

লিলি/এনাম/রুবি