সিপিসির সমস্যা সমাধানে দৃঢ়তা ও সচেতনতা চান সি চিন পিং
2022-10-16 15:00:23

 

অক্টোবর ১৬: সার্বিকভাবে সমাজতান্ত্রিক আধুনিক দেশ ও চীনা জাতির পুনরুত্থান সাধন করতে গেলে সিপিসির অবস্থান সুদৃঢ় করতে হবে। বিশ্বের বৃহত্তম মার্ক্সবাদী ক্ষমতাসীন পার্টি হিসেবে সিপিসিকে জনগণের মন জয় এবং দীর্ঘকালে শাসন ধরে রাখতে চাইলে বড় পার্টির একান্ত সমস্যা সমাধানে দৃঢ়তা ও সচেতনতা বজায় রাখতে হবে।

 

আজ (রোববার) সকালে বেইজিংয়ের গণমহাভবনে অনুষ্ঠিত চীনের কমিউনিস্ট পার্টির বিংশতম জাতীয় কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে ঊনবিংশ জাতীয় কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কর্ম-প্রতিবেদন পেশকালে এ কথা বলেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।

 

সি চিন পিং বলেন, পুরো পার্টির উচিত কঠোরভাবে পার্টি প্রশাসন মেনে চলা এবং আত্ম-বিপ্লব অব্যাহত রাখা।  আমরা নতুন যুগে পার্টি গঠনের দাবি বাস্তবায়ন করব। পার্টির আত্মশুদ্ধি, আত্ম-বিপ্লব ও আত্মোন্নতি প্রমোট করতে হবে, যাতে চীনের বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতান্ত্রিক কর্তব্যে সিপিসি দৃঢ় নেতৃত্বের কেন্দ্রে স্থায়ী হয়। (রুবি/এনাম/লাবণ্য)