চীনের আকাশ আরও নীল হয়েছে: সি চিন পিং
2022-10-16 14:05:55

অক্টোবর ১৬: চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) ২০তম জাতীয় কংগ্রেস আজ (রোববার) বেইজিংয়ে শুরু হয়েছে।

 

সিপিসি’র ১৯তম কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এবারের জাতীয় কংগ্রেসের কাছে কর্ম-প্রতিবেদন পেশকালে সি চিন পিং বলেন, বিগত দশ বছরে আমরা এই ধারণাটিকে মেনে চলেছি যে দূষণমুক্ত নদী ও সবুজ পাহাড় হল স্বর্ণ ও রৌপ্যের সমতুল্য।

 

তিনি বলেন, পাহাড়, নদী, বন, মাঠ, হ্রদ, ঘাস ও বালির সমন্বিত সুরক্ষা এবং পদ্ধতিগত পরিচালনার ওপর গুরুত্বারোপ করে আসছে চীন। পরিবেশগত সভ্যতা ব্যবস্থাকে আরও সম্পূর্ণ করা হয়েছে এবং পরিবেশগত সুরক্ষায় ঐতিহাসিক ও সামগ্রিক পরিবর্তন হয়েছে।

 

তিনি বলেন, মাতৃভূমির আকাশ আরও নীল হয়েছে, পাহাড় আরও সবুজ হয়েছে এবং জলও আরও স্বচ্ছ হয়েছে।

লিলি/এনাম/রুবি