চীনা গণতন্ত্র হল সার্বিক জনগণতন্ত্র: সি চিন পিং
2022-10-16 17:05:01

অক্টোবর ১৬: চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) ২০তম জাতীয় কংগ্রেস আজ (রোববার) বেইজিংয়ে মহাসমারোহে শুরু হয়েছে।

সিপিসি’র ১৯তম কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এবারের জাতীয় কংগ্রেসের কাছে কর্ম-প্রতিবেদন পেশকালে সি চিন পিং বলেন, সার্বিক জনগণতন্ত্র হল সমাজতান্ত্রিক গণতান্ত্রিক রাজনীতির অপরিহার্য বৈশিষ্ট্য। এটি সবচেয়ে ব্যাপক, বাস্তব ও কার্যকর গণতন্ত্র।

সার্বিক জনগণতন্ত্র পশ্চিমের ‘জনগণের নির্বাচকমণ্ডলীর’ ব্যালট-ভিত্তিক গণতন্ত্র থেকে ভিন্ন। চীনে গণতন্ত্রের প্রতিফলন হয় ‘জনগণের নির্ধারণে’। রাষ্ট্রের সমস্ত ক্ষমতা জনগণের এবং গণকংগ্রেস ব্যবস্থা হল জনগণকে প্রদত্ত দেশের মালিক হওয়ার মৌলিক প্রাতিষ্ঠানিক নিশ্চয়তা।

 

চীনের গণতন্ত্র ‘জনগণের স্বাধীনতার’ প্রতিফলন। জনগণের বিষয়গুলো জনগণের দ্বারা পরিচালিত হয় এবং জনগণের বিষয়গুলো জনগণ দ্বারা সমাধান করা হয়।

পশ্চিমা ‘নির্বাচনী ব্যবস্থা’ থেকে ভিন্ন চীনের এ গণতন্ত্র সামগ্রিক প্রক্রিয়ার মধ্যে প্রতিফলিত হয়।  চীনে ‘গণতন্ত্র’ ব্যবহার করা হয় জনগণের সমস্যার সমাধান এবং জনগণের স্বার্থ রক্ষার জন্য।

 

এখানে সব বিষয় আলোচনা করা হয় এবং প্রত্যেকের বিষয়গুলো প্রত্যেকের উদ্যোগে আলোচনা করা হয়। সাধারণ মানুষের তুচ্ছ বিষয় থেকে শুরু করে দেশের বড় বড় বিষয়গুলো তৃণমূলে গণতন্ত্র ও আলোচনার মাধ্যমে সমাধান করা হয়।

 

লিলি/এনাম/রুবি