বাস্তব অর্থনৈতিক উন্নয়ন এগিয়ে নেবে চীন: প্রেসিডেন্ট সি
2022-10-16 14:38:50

 

অক্টোবর ১৬: চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) বিংশতম জাতীয় কংগ্রেস আজ (রোববার) সকালে বেইজিংয়ে গণমহাভবনে উদ্বোধন হয়েছে।

 

প্রেসিডেন্ট সি চিন পিং  সিপিসির ঊনবিংশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কংগ্রেসের কাছে একটি প্রতিবেদন পেশ করেছেন। 

 

সি চিন পিং বলেছেন, চীন উচ্চ মানের সমাজতান্ত্রিক বাজার অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলবে এবং সমাজতান্ত্রিক মৌলিক অর্থনৈতিক নীতিতে অবিচল থাকবে। গণ-মালিকানা অর্থনীতির সুসংবদ্ধ ও উন্নয়নের নড়চড় হবে না। বেসরকারি অর্থনীতিকে দৃঢ়ভাবে উত্সাহ, সমর্থন ও তার উন্নয়নে নেতৃত্ব প্রদান করবে। সম্পদ বরাদ্দে বাজারের নিষ্পত্তিমূলক ভূমিকা পালন করে সরকারের ভূমিকা ভালভাবে পালন করবে।

 

সি চিন পিং জোর দিয়ে বলেছেন, আমরা আধুনিক শিল্প ব্যবস্থা গড়ে তুলব এবং বাস্তব অর্থনৈতিক উন্নয়নে ফোকাস করা হবে। নতুন ধরনের শিল্পায়ন এগিয়ে নিয়ে যাব। চীনকে নির্মাণ শিল্প, গুণগত মান, মহাকাশ, পরিবহন, ইন্টারনেট ও ডিজিটাল ক্ষেত্রে  একটি শক্তিশালী দেশে পরিণত করব।

 

তিনি বলেন, গ্রামের পুনরুত্থান সার্বিকভাবে এগিয়ে নিয়ে যাব। কৃষি ও গ্রামের উন্নয়নকে অগ্রাধিকার দেয়া হবে। দারিদ্র্যমুক্তির ফলাফল রক্ষা করব। কৃষিতে শক্তিশালী দেশ গড়ে তুলব। গ্রামের শিল্প প্রতিভা ব্যক্তি, সংস্কৃতি, প্রাকৃতিক পরিবেশ ও সংগঠনের পুনরুদ্ধার জোরদার করব।

 

তিনি আরও বলেন, খাদ্য নিরাপত্তার ভিত্তি নিশ্চিত এবং চীনা মানুষের চালের বাটি নিজের হাতে রাখা হবে। আঞ্চলিক সমন্বিত উন্নয়ন এগিয়ে নিয়ে যাবে এবং এর সংশ্লিষ্ট কৌশল প্রয়োগ করবে চীন। একটি পরিপূরক উচ্চ মানের আঞ্চলিক অর্থনীতির বিন্যাস ও মহাকাশ ব্যবস্থা নির্মাণ করা হবে। (শিশির/এনাম/রুবি)