বেইজিংয়ে সিপিসি’র বিংশতম জাতীয় কংগ্রেস শুরু
2022-10-16 10:52:33

অক্টোবর ১৬: আজ (রোববার) সকাল ১০টায় বেইজিংয়ের গণমহাভবনে চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র বিংশতম জাতীয় কংগ্রেস শুরু হয়েছে। ২৩০০ জনেরও বেশি প্রতিনিধি ও বিশেষ আমন্ত্রিত অতিথিরা এ সময় উপস্থিত ছিলেন। কংগ্রেস চলবে ২২ অক্টোবর পর্যন্ত।

এবারের জাতীয় কংগ্রেসে সিপিসি’র  ঊনবিংশ  কেন্দ্রীয় কমিটির প্রতিবেদন, কেন্দ্রীয় ডিসিপ্লিন ইন্সপেকশন কমিশনের কর্মপ্রতিবেদন, আর সিপিসি’র গঠনতন্ত্রের সংশোধনী বিল পর্যালোচনা করা হবে এবং নতুন পর্যায়ের সিপিসি’র কেন্দ্রীয় কমিটি ও কেন্দ্রীয় ডিসিপ্লিন ইন্সপেকশন কমিশন নির্বাচন করা হবে।

গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত টানা ৭৩ বছর ধরে ক্ষমতাসীন পার্টি হিসেবে দায়িত্ব পালন করে আসছে সিপিসি। সিপিসি’র জাতীয় কংগ্রেস প্রতি ৫ বছর অন্তর একবার অনুষ্ঠিত হয়। (সুবর্ণা/আলিম/রুবি)