চীনা শৈলীর আধুনিকীকরণ হল সমাজতান্ত্রিক আধুনিকীকরণ: সি চিন পিং
2022-10-16 14:26:19

অক্টোবর ১৬: চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) ২০তম জাতীয় কংগ্রেস আজ (রোববার) বেইজিংয়ে শুরু হয়েছে।

 

সিপিসি’র ১৯তম কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এবারের জাতীয় কংগ্রেসের কাছে কর্ম-প্রতিবেদন পেশকালে সি চিন পিং বলেন, চীনের বৈশিষ্ট্যসম্পন্ন আধুনিকীকরণ হলো সিপিসি’র নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক আধুনিকীকরণ। বিভিন্ন দেশের আধুনিকীকরণের অভিন্ন বৈশিষ্ট্য থাকা ছাড়াও চীনের জাতীয় পরিস্থিতি ভিত্তিক চীনা-শৈলীও আছে।

 

তিনি বলেন, চীনা-শৈলীর আধুনিকীকরণ হল বিশাল জনসংখ্যা নিয়ে একটি আধুনিকীকরণ, একটি আধুনিকীকরণ যেখানে সমস্ত মানুষের সমৃদ্ধি, বস্তুগত সভ্যতা ও আধ্যাত্মিক সভ্যতা সামঞ্জস্যপূর্ণ, মানুষ ও প্রকৃতি মিলেমিশে সহাবস্থান এবং শান্তিপূর্ণ উন্নয়নের পথে চলা।

লিলি/এনাম/রুবি