পরিশ্রমের মাধ্যমে নিজের উন্নয়ন সাধনের সুযোগ সৃষ্টি করে আসছে চীন: সি চিন পিং
2022-10-16 14:41:11

অক্টোবর ১৬: বিতরণ ব্যবস্থা সুবিন্যস্ত করা উচিত। পরিশ্রমের মাত্রাকে কেন্দ্র করে বহুমুখী বিতরণ ব্যবস্থার সহাবস্থানে অবিচল থাকতে হবে।

 

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আজ (রোববার) সকালে বেইজিংয়ে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির বিংশতম জাতীয় কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেছেন।

 

তিনি বলেছেন, বেশি পরিশ্রম করলে বেশি ফল পাওয়া যায়। পরিশ্রমের মাধ্যমে সমৃদ্ধ হতে উত্সাহিত করতে হবে। সুবিধার সমান ভোগের সুযোগ দেয়া হবে। মধ্যম উপার্জনকারীর সংখ্যা বাড়াতে হবে এবং উপার্জনের বিতরণে শৃঙ্খলা রাখতে হবে।

তিনি আরও বলেন, অসহায় জনগোষ্ঠীকে সহায়তা জোরদার করা এবং সমান কর্মসংস্থান, সীমাবদ্ধতা এবং কর্মসংস্থানে বৈষম্যপূর্ণ আচরণ তুলে নেওয়া উচিত, যাতে প্রত্যেকে পরিশ্রমের মাধ্যমে নিজের উন্নয়ন সাধনের সুযোগ পায়। (রুবি/এনাম/লাবণ্য)