তাইওয়ান সমস্যার সমাধান চীনা জনগণের নিজস্ব ব্যাপার: সি চিন পিং
2022-10-16 14:41:14

অক্টোবর ১৬: চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) বিংশতম জাতীয় কংগ্রেস আজ (রোববার) সকালে বেইজিংয়ে গণমহাভবনে উদ্বোধন হয়েছে।

 

প্রেসিডেন্ট সি চিন পিং সিপিসির ঊনবিংশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কংগ্রেসের কাছে একটি প্রতিবেদন পেশ করেছেন। 

 

তিনি বলেছেন, তাইওয়ান সমস্যার সমাধান চীনা জনগণের নিজস্ব ব্যাপার এবং কেবল চীনা জনগণ এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে। আমরা সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে ও প্রচেষ্টা চালিয়ে শান্তিপূর্ণ একীকরণ অর্জন করতে চাই; তবে, কখনো বল প্রয়োগ ত্যাগের প্রতিশ্রুতি দেব না। প্রয়োজন হলে সব ব্যবস্থা নেব। এ কথা তাইওয়ানের স্বদেশীদের বিরুদ্ধে নয়, বরং বাইরের হস্তক্ষেপকারী শক্তি, তাইওয়ানের কিছু বিচ্ছিন্নতাবাদী ও তাদের বিভেদমূলক তৎপরতার বিরুদ্ধে। দেশের একীকরণ ও জাতির পুনরুদ্ধার সামনে এগিয়ে যাচ্ছে। চীনের পুনরেকত্রীকরণ বাস্তবায়ন হতে পারে এবং হবে। (শিশির/এনাম/রুবি)