কার্বন নিরপেক্ষতার লক্ষ্য অর্জন করবে চীন: সি চিন পিং
2022-10-16 14:52:28

অক্টোবর ১৬: কার্বন পিক ও কার্বন নিরপেক্ষতার লক্ষ্য স্থিতিশীলভাবে অর্জন করতে হবে। আজ (রোববার) সকালে বেইজিংয়ের গণমহাভবনে অনুষ্ঠিত চীনের কমিউনিস্ট পার্টির বিংশতম জাতীয় কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে ঊনবিংশ জাতীয় কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কর্ম-প্রতিবেদন পেশকালে এ কথা বলেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।

 

তিনি বলেছেন, চীনের জ্বালানি সম্পদের ভিত্তিতে পরিকল্পিতভাবে পর্যায়ক্রমে কার্বন পিক লক্ষ্য বাস্তবায়ন, জ্বালানি সংস্কার গভীরতর করা, এবং কয়লার পরিবেশবান্ধব ব্যবহার জোরদার করার পাশাপাশি নতুন জ্বালানি ব্যবস্থার দ্রুত গঠন করা এবং জলবায়ু পরিবর্তনের বিষয়ে বিশ্ব প্রশাসনে ইতিবাচক ভূমিকা পালন করা উচিত। (রুবি/এনাম/লাবণ্য)