বিদেশী কূটনীতিকদের চোখে সিপিসি’র জাতীয় কংগ্রেস
2022-10-15 16:04:41

অক্টোবর ১৫: চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) বিংশতম জাতীয় কংগ্রেস আগামীকাল (রোববার) বেইজিংয়ে শুরু হবে। এটি চীনের সার্বিক সমাজতান্ত্রিক আধুনিক দেশ গঠনের নতুন যাত্রায় গুরুত্বপূর্ণ একটি সম্মেলন।

 

পাকিস্তান, লাওস ও থাইল্যান্ডসহ চীনে নিযুক্ত নানা দেশের রাষ্ট্রদূতগণ সিএমজিকে দেওয়া সাক্ষাতকারে কংগ্রেসকে অভিনন্দন জানিয়েছেন এবং চীনের ভবিষ্যৎ উন্নয়নে আশা ব্যক্ত করেছেন।

 

২০২০ সালে চীনে নিযুক্ত হওয়ার পর থেকে পাক রাষ্ট্রদূত মইন উল হক চীনের অনেক প্রদেশ ও শহর ভ্রমণ করেছেন।

 

তিনি মনে করেন, চীনের শিল্প, কৃষি, পরিবেশ ও প্রযুক্তিসহ নানা খাত বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে। চীনের উন্নয়নের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে উন্নয়নশীল দেশগুলো।

 

বিংশতম জাতীয় কংগ্রেস প্রসঙ্গে তিনি বলেন, ভবিষ্যতে চীনে আরও বড় উন্নয়ন সাধিত হবে। পাকিস্তান-চীন মৈত্রী আরও গভীরতর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

 চীনে নিযুক্ত লাওসের রাষ্ট্রদূত খামফাও আর্থাভানহ বলেন, লাওস-চীন সম্পর্কের সুষ্ঠু সময়কালে চীনে নিযুক্ত রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করতে পেরে তিনি খুব আনন্দিত। দু’দেশের অভিন্ন স্বার্থের কমিউনিটি প্রতিষ্ঠার কাজে আরও গভীরতা দেখতে চান তিনি।

 

চীনে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত বিষ্ণু পুকার শ্রেষ্ঠা বলেছেন, বর্তমানে করোনা মহামারি পরিস্থিতির ওঠানামা সত্ত্বেও তিনি অর্থনীতি পুনরুজ্জীবিত করার লক্ষ্যে কংগ্রেসে উদ্যোগ প্রত্যাশা করেন।

 

চীনে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত জাওহারি ওরাতমাংগুন কংগ্রেসের সাফল্যের কামনা করেন। এ কংগ্রেস চীনকে সার্বিক সমাজতান্ত্রিক আধুনিক দেশে পরিণত করার দিকনির্দেশনা দেবে বলে তিনি আশা করেন।

 

চীনে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত আর্থায়ুধ স্রিসামুট বলেছেন, এ কংগ্রেসের গুরুত্বপূর্ণ বিষয় মহামারি উত্তর অর্থনীতি পুনরুদ্ধার করা। চীন এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক একীকরণে আরও ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

(রুবি/এনাম/লাবণ্য)