চীন ও যুক্তরাষ্ট্রের সহাবস্থান সবচেয়ে গুরুত্বপূর্ণ: চীনা মুখপাত্র
2022-10-15 19:24:55

অক্টোবর ১৫: বিংশতম জাতীয় কংগ্রেসের মুখপাত্র সুন ইয়ে লি আজ (শনিবার) বেইজিংয়ে জোর দিয়ে বলেন, আগামী ৫০ বছরের জন্য আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল চীন এবং যুক্তরাষ্ট্রের সহাবস্থানের সঠিক উপায় খুঁজে বের করা। আর এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সিপিসি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিন পিংয়ের উত্থাপিত পারস্পরিক সম্মান, শান্তিতে সহাবস্থান এবং সহযোগিতার মাধ্যমে অভিন্ন কল্যাণ অর্জন করার প্রস্তাব।

 

তিনি বলেন, চীন এবং যুক্তরাষ্ট্রের সাধারণ স্বার্থ পার্থক্যের চেয়ে অনেক বেশি। একটি সুস্থ ও স্থিতিশীল চীন-মার্কিন সম্পর্ক দুই দেশের জনগণের অভিন্ন স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ। শুধুমাত্র অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্কের দৃষ্টিকোণ থেকে বলা যায়, ২০২১ সালে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যের পরিমাণ ৭৫০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি রেকর্ড উচ্চে পৌঁছেছে, যা ২০২০ সালের একই সময়ের তুলনায় ২৮.৭ শতাংশ বৃদ্ধি পায়। চীন-মার্কিন অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতায় যুক্তরাষ্ট্রে ২৬ লাখ চাকরির সুযোগ দেওয়া হয়। এটি উল্লেখ করা উচিত যে, আজকের বিশ্বে অনেক চ্যালেঞ্জ রয়েছে যার জন্য দুই দেশের মধ্যে সহযোগিতা প্রয়োজন।

 

মুখপাত্র বলেন, চীন তার নিজের জনগণের উন্নত জীবনের জন্য উন্নয়ন চায়, অন্যকে চ্যালেঞ্জ করার জন্য নয়। চীন কখনোই তথাকথিত ‘থুসিডাইডস ট্র্যাপ’-এ বিশ্বাস করেনি এবং ‘একটি শক্তিশালী দেশ হিসেবে অবশ্যই আধিপত্যের’ যুক্তি ও জিরো-সাম গেম খেলার চিন্তাধারা বিরোধিতা করে থাকে।

তিনি আরও বলেন, চীন সমস্যা সৃষ্টি করে না, তবে সমস্যাকে ভয় পায় না। আমরা অন্যদের ধমক দিই না, তবে আমরা অন্যদেরও আমাদের ধমক দেওয়ার অনুমতি দিই না। চীনা জাতির মহান পুনর্জাগরণের ঐতিহাসিক প্রক্রিয়াকে কেউ বা কোনো শক্তি ঠেকাতে পারবে না।

লিলি/এনাম/রুবি