চীনের অর্থনীতির দীর্ঘকালীন সুদিন অব্যাহত রয়েছে: মুখপাত্র
2022-10-15 19:41:52

অক্টোবর ১৫: চীনের উন্নয়নে রয়েছে বহু অনুকূল পরিবেশ। এর অর্থনৈতিক সম্ভাবনা অনেক বেশি এবং যথার্থ চালিকাশক্তিও রয়েছে। চীনা অর্থনীতির দীর্ঘকালীন সু-অবস্থার প্রবণতার পরিবর্তর হয়নি।

 

আজ (শনিবার) বেইজিংয়ে সিপিসি’র বিংশতম জাতীয় কংগ্রেসের প্রেস ব্রিফিংয়ে এর মুখপাত্র সুন ইয়ে লি এসব কথা বলেন।

 

সুন ইয়ে লি বলেন, ২০১৩ থেকে ২০২১ সাল পর্যন্ত জিডিপি’র গড় প্রবৃদ্ধির হার ছিল ৬.৬ শতাংশ, যা বিশ্বের একই সময়ের ২.৬ এবং উন্নয়নশীল অর্থনৈতিক সত্ত্বার ৩.৭ শতাংশের তুলনায় অনেক বেশি। বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধিতে চীনের অবদান ৩০ শতাংশ ছাড়িয়েছে।

 

তিনি বলেন, সিপিসির অষ্টাদশ জাতীয় কংগ্রেসের পর চীনের অর্থনীতি দ্রুত প্রবৃদ্ধি থেকে গুণগত মানসম্পন্ন উন্নয়নের পর্যায়ে উন্নীত হয়েছে। এসময়  জিডিপির প্রবৃদ্ধির হার নয়, বরং দীর্ঘকালীন অর্থনৈতিক উন্নয়ন সমস্যা সমাধানের ওপর দৃষ্টি দেয়া হয়েছে।

 

তিনি আরও জানান, বর্তমান অর্থনীতি হ্রাসের চাপে চীন ধারাবাহিক কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে। তাতে অর্থনীতির স্থিতিশীল প্রবৃদ্ধি সুসংহত হয়েছে। চীন এখনও বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধির গুরুত্বপূর্ণ স্থিতিশীল যন্ত্র এবং চালিকাশক্তি।

 

(রুবি/এনাম/লাবণ্য)