৬ শতাধিক বিদেশী দলের সঙ্গে সম্পর্ক রয়েছে সিপিসির
2022-10-15 18:57:26

অক্টোবর ১৫: ২০তম জাতীয় কংগ্রেসের মুখপাত্র সুন ইয়ে লি আজ (শনিবার) বেইজিংয়ে জোর দিয়ে বলেন, সিপিসি বৈদেশিক বিনিময় মতাদর্শের উপর ভিত্তি করে নেয় না। বিভিন্ন দেশের বিভিন্ন রাজনৈতিক দল, তাদের মতাদর্শ নির্বিশেষে, যতক্ষণ তারা চীনের প্রতি বন্ধুত্বপূর্ণ এবং সিপিসি’র সঙ্গে আদান-প্রদান করতে চায়, ততক্ষণ তাদের সাথে বন্ধুত্ব করতে ইচ্ছুক সিপিসি।

 

মুখপাত্র বলেন, যত বেশি বন্ধু তত ভালো। দীর্ঘকাল ধরে স্বাধীনতা, সম্পূর্ণ সমতা, পারস্পরিক শ্রদ্ধা এবং একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার ভিত্তিতে চীনের কমিউনিস্ট পার্টি বিভিন্ন দেশের বন্ধুত্বপূর্ণ রাজনৈতিক দল ও শক্তির সাথে ব্যাপক আদান-প্রদান করেছে এবং আন্তর্জাতিক বন্ধু বলয় বাড়ছে।

তিনি বলেন, এখন পর্যন্ত, চীনের কমিউনিস্ট পার্টি ১৭০টিরও বেশি দেশের ৬০০টিরও বেশি রাজনৈতিক দল এবং সংগঠনের সাথে বিভিন্ন ধরণের সম্পর্ক বজায় রেখেছে। রাজনৈতিক দলের সম্পর্কের বিকাশ রাষ্ট্রগুলোর সম্পর্কের বিকাশকে বেগবান করেছে এবং জনগণের মধ্যে বোঝাপড়া এবং বন্ধুত্ব বাড়িয়েছে।

লিলি/এনাম/রুবি