মহামারি প্রতিরোধ ও আর্থ-সামাজিক উন্নয়নের সমন্বয় করেছে চীন: মুখপাত্র
2022-10-15 19:42:49

অক্টোবর ১৫:  চীন গতিশীল শূন্য নীতিতে করোনা মহামারি প্রতিরোধক ব্যবস্থা সুবিন্যস্ত করেছে। চীনের করোনা মহামারি মোকাবিলার ব্যবস্থা আরও প্রযুক্তিগত, সঠিক এবং কার্যকর হয়েছে। মহামারি প্রতিরোধকাজ এবং অর্থনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলার মান আরও উন্নত হয়েছে।

 

আজ (শুক্রবার) অনুষ্ঠিত সিপিসি’র বিংশতম জাতীয় কংগ্রেসের প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেছেন মুখপাত্র সুন ইয়ে লি।

 

তিনি বলেন, চীন বরাবরই মানুষ সত্য ও প্রাণ সত্য নীতিতে জনসাধারণের নিরাপত্তা ও শারীরিক সুস্থতাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে। এটি করোনা মহামারি প্রতিরোধের মূল দিক।

 

তিনি বলেন, চীনের সামাজিক অবস্থা অনুযায়ী বৈজ্ঞানিকভাবে গতিশীল শূন্য নীতি প্রণয়ন করা হয়েছে। এর মাধ্যমে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত হয়েছে।

 

সুন ইয়ে লি আরও বলেন, এ নীতিতে অবিচল থাকার কারণে আক্রান্ত ও মৃতের হার নিম্ন রয়েছে। যদি সম্পূর্ণভাবে হিসাব করা হয়; তাহলে দেখা যাবে,  চীনের করোনা মহামারি প্রতিরোধ ব্যবস্থা সবচেয়ে সাশ্রয়ী এবং কার্যকর।

 

(রুবি/এনাম/লাবণ্য)