আত্মশুদ্ধি বিশৃঙ্খলা থেকে রক্ষার একমাত্র পথ: মুখপাত্র
2022-10-15 19:44:14

অক্টোবর ১৫: বিশৃঙ্খলা ও মন্দার ঐতিহাসিক নিয়ম কীভাবে ভাঙা যায়? এটি একটি ঐতিহাসিক ইস্যু। চীনের শত বছরের ইতিহাস, বিশেষ করে নতুন যুগে সিপিসির অনুশীলন, থেকে সে প্রশ্নের উত্তর দিয়েছেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং।

 

আজ (শনিবার) সিপিসি’র বিংশতম জাতীয় কংগ্রেসের প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র সুন ইয়ে লি এ কথা বলেন।

 

সু ইয়ে লি বলেন, সিপিসি’র অষ্টাদশ কংগ্রেসের পর থেকে সি চিন পি-কেন্দ্রিক কেন্দ্রীয় কমিটি পার্টির সার্বিক নেতৃত্ব জোরদার করেছে এবং পার্টি প্রশাসনের কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। যার ফলে আত্মবিন্যাস, আত্মবিপ্লব এবং আত্মপরিশুদ্ধিসহ মানসম্পন্ন ব্যবস্থা গঠিত হয়েছে।

 

(রুবি/এনাম/লাবণ্য)