চীন সবসময় বিনিয়োগের উর্বর জমি হবে: মুখপাত্র
2022-10-15 19:36:22


 

অক্টোবর ১৫: চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) ২০তম জাতীয় কংগ্রেসের মুখপাত্র সুন ইয়ে লি আজ (শনিবার) বেইজিংয়ে বলেছেন, বেসরকারি অর্থনীতির সুষ্ঠু উন্নয়ন জোরদার করা ও পুঁজির উচ্ছৃঙ্খল বিস্তার সীমিত করা পরস্পর বিরোধী নয়।

 

তিনি বলেন, পুঁজির জন্য ‘ট্রাফিক বাতি’ স্থাপন  করার মানে এ নয় যে পূঁজি চায় না, বরং বাজার অর্থনীতির শৃঙ্খলা রক্ষা করা। আইন ও নিয়মের কাঠামোতে পুঁজির সুষ্ঠু উন্নয়ন নিশ্চিত করা যায়। তা বেসরকারি অর্থনীতির জন্য বাধা নয়, বরং তার উন্নয়নের জন্য উপকারী।

 

তিনি জোর দিয়ে বলেন, চীন একটি আইন দ্বারা শাসিত দেশ। সরকারি বা বেসরকারি দেশ বা বিদেশের সব বিনিয়োগ আইন দ্বারা সুরক্ষিত হয়। চীন বিশ্বের নানা দেশের কাছ থেকে শিখে বা বাজার-ভিত্তিক, আইনানুগ এবং আন্তর্জাতিক ব্যবসায়িক পরিবেশ তৈরি করবে। (শিশির/এনাম/রুবি)