জাতীয় কংগ্রেস উপলক্ষে নির্দলীয় ব্যক্তিগণের সভায় সি চিন পিং
2022-10-15 15:53:59

অক্টোবর ১৫: সিপিসি’র বিংশতম জাতীয় কংগ্রেসের কার্যবিবরণী সম্পর্কে অভিমত সংগ্রহের লক্ষ্যে নির্দলীয় ব্যক্তিগণের সঙ্গে এক আলোচনাসভায় সভাপতিত্ব করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।

 

তাতে দেয়া গুরুত্বপূর্ণ এক ভাষণে প্রেসিডেন্ট সি বলেন, নতুন যুগের যাত্রা, কর্তব্য ও চাহিদার মুখে সিপিসি বিভিন্ন গণতান্ত্রিক পার্টির সঙ্গে সহযোগিতা জোরদার করে তৃণমূলে দেশপ্রেমের ফ্রন্টকে সুসংহত করেছে।

 

তিনি বলেন, সিপিসি সর্বদা সবমহলের ও স্তরের মেধা ও শক্তি প্রয়োগ করেছে এবং পুরো সমাজ ও জাতির উদ্যোগ ও উদ্ভাবনী ক্ষমতাকে সম্প্রসারণ করেছে।

 

চীনা প্রেসিডেন্ট বলেন, সব পার্টির সঙ্গে সার্বিকভাবে সমাজতান্ত্রিক আধুনিক দেশ গঠন এবং চীনা জাতির পুনরুত্থানের জন্য যৌথ প্রচেষ্টা চালাচ্ছে সিপিসি।

 

সভায় সি চিন পিং সিপিসি’র বিংশতম জাতীয় কংগ্রেসের কার্যবিবরণী তৈরির প্রক্রিয়া সম্পর্কে সবাইকে অবহিত করেছেন। নির্দলীয় ব্যক্তিগণ প্রকাশ্যে তাদের অভিমত প্রকাশ করবেন বলে আশা ব্যক্ত করেন তিনি।

 

সভায় চীনা কুমিংতাং বিপ্লবী কমিটির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যানসহ নানা পার্টির শীর্ষনেতাগণ ভাষণ দেন।

 

তাঁরা মনে করেন, চীনা কমিউনিস্ট পার্টির ঊনবিংশ জাতীয় কংগ্রেসের পরের ৫ বছর এবং নতুন যুগের ১০ বছরে চীন  অসাধারণ উন্নয়ন করেছে।

 

শীর্ষনেতাগণ বলেন, প্রেসিডেন্ট সি চিন পিং-কেন্দ্রিক সিপিসি’র কেন্দ্রীয় কমিটি পুরো পার্টি, সামরিক বাহিনী ও বিভিন্ন জাতির জনগণকে নিয়ে কঠোর দেশীয় ও আন্তঃদেশীয় চ্যালেঞ্জ মোকাবিলা করে নতুন যুগে চীনা বৈশিষ্ট্যের সমাজতন্ত্রকে সামনে এগিয়ে নিয়েছে এবং সময়মতো সার্বিক সচ্ছল সমাজ প্রতিষ্ঠা করেছে।

 

তাঁরা বলেন, চীন প্রথম একশ’ বছরের লক্ষ্য বাস্তবায়ন করেছে। পার্টি ও রাষ্ট্র ঐতিহাসিক অগ্রগতি অর্জন করেছে এবং ঐতিহাসিক বিপ্লব ঘটেছে, যা উজ্জ্বল ঐতিহাসিক অধ্যায় সৃষ্টি করেছে।

 

শীর্ষনেতাগণ আরও বলেন, সিপিসি’র বিংশতম জাতীয় কংগ্রেসের কার্যবিবরণীর খসড়া জাতীয় পুনরুত্থান ও শত বছরের পরিবর্তন মোকাবিলার আদিস্থলে আগামী ৫ বছর, এমনকি আরও দীর্ঘকালে পার্টি ও দেশের উন্নয়নের লক্ষ্য ও নীতিমালা প্রণয়ন করেছে এবং ধারাবাহিক নতুন চেতনা, কৌশল ও ব্যবস্থা গ্রহণ করেছে। এটি চীনের সার্বিক সমাজতান্ত্রিক আধুনিক দেশ গঠন এবং দ্বিতীয় শত বার্ষিক লক্ষ্য বাস্তবায়নের নির্দেশনার দলিল।

 

(রুবি/এনাম/লাবণ্য)