আরও গভীর বৈদেশিক উন্মুক্ততা চালু করবে চীন: মুখপাত্র
2022-10-15 19:19:55

অক্টোবর ১৫: সিপিসি’র ২০তম জাতীয় কংগ্রেসের মুখপাত্র সুন ইয়ে লি আজ (শনিবার) বেইজিংয়ে বলেন, চীন অটলভাবে আরও বিস্তৃত, ব্যাপক ও গভীর বৈদেশিক উন্মুক্ততা চালু করবে।

 

তিনি বলেন, অভ্যন্তরীণ প্রবাহের প্রাধান্য নিশ্চিত করে নতুন উন্নয়ন আদর্শ অভ্যন্তরীণ এবং বাইরের প্রবাহ একে অপরকে শক্তিশালী করছে। এটি চীনের উন্নয়নের পর্যায়, পরিবেশ ও শর্তের পরিবর্তন অনুযায়ী নির্ধারিত গুরুত্বপূর্ণ নীতি। তা চীনের অর্থনীতির দীর্ঘমেয়াদি উন্নয়ন বাস্তবায়নে এবং বৈশ্বিক অর্থনীতির স্থিতিশীল পুনরুদ্ধারে স্থায়ী চালিকাশক্তি যোগাবে।

 

তিনি আরও বলেন, উন্নয়নের নতুন ধরণ হল উন্মুক্ত দেশীয় ও আন্তর্জাতিক ডবল লুপ, আবদ্ধ গার্হস্থ্য একক লুপ নয়। উচ্চ মানের উন্মুক্ততা বাস্তবায়ন করা হল উন্নয়নের নতুন ধরণ গঠনের প্রয়োজনীয়তা। লিলি/এনাম/রুবি