চীনের সচ্ছল সমাজ বিনির্মাণ প্রত্যাশার চেয়ে বেশি সফল
2022-10-15 19:31:20


 

অক্টোবর ১৫: চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) বিংশতম জাতীয় কংগ্রেসের মুখপাত্র সুন ইয়ে লি আজ (শনিবার) বেইজিংয়ে বলেছেন, চীনে নির্মিত সচ্ছল সমাজ পরিকল্পনার চেয়ে আরও সফল হয়েছে। অষ্টাদশতম জাতীয় কংগ্রেসের নির্দিষ্ট লক্ষ্যমাত্রাও পূরণ হয়েছে।

 

২০২০ সাল পর্যন্ত চীনের জিডিপি ছিল ১০১.৬ ট্রিলিয়ন ইউয়ান। ফলে চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক সত্তায় পরিণত হয়। মাথাপিছু জিডিপি ১০ হাজার ডলার ছাড়িয়েছে। চীনে মাঝারি আয়ের মানুষের সংখ্যা ৪০ কোটির বেশি। তা বিশ্বব্যাপী সবচেয়ে বড় ও উন্নয়নশীল মাঝারি আয়ের গ্রুপ।

 

তিনি জোর দিয়ে বলেছেন, সচ্ছল সমাজ শুধু অর্থনৈতিক মোট পরিমাণের দিক থেকে দেখা উচিত নয়, বরং দরিদ্রদের জীবনযাপনের উন্নয়নও গুরুত্বপূর্ণ।

 

তিনি আরও বলেন, ২০২০ সালের শেষ দিকে চীনে ৯ কোটি ৮৯ লাখ ৯০ হাজার মানুষ, ৮৩২টি জেলা ও ১ লাখ ২৮ হাজার গ্রাম দারিদ্রমুক্ত হয়েছে। তা মানব জাতির দারিদ্র্যবিমোচনের ইতিহাসে একটি বিস্ময়কর ঘটনা। (শিশির/এনাম/রুবি)