জাতীয় কংগ্রেসের চেয়ারম্যান বোর্ডের প্রথম অধিবেশনে সি চিন পি
2022-10-15 20:53:16

জাতীয় কংগ্রেসের চেয়ারম্যান বোর্ডের প্রথম অধিবেশনে সি চিন পিং

অক্টোবর ১৫: সিপিসি’র বিংশতম জাতীয় কংগ্রেসের চেয়ারম্যান বোর্ডের প্রথম অধিবেশন আজ (শনিবার) বিকেলে গণমহাভবনে অনুষ্ঠিত হয়েছে। 


চীনের প্রেসিডেন্ট সি চিন পিং তাতে উপস্থিত ছিলেন।


কংগ্রেসের মহাসচিব ওয়াং হু নিং’র সভাপতিত্বে সি চিন পিংসহ ৪৬ সদস্যের চেয়ারম্যান বোর্ডের স্থায়ী কমিটির নাম তালিকা গৃহীত হয়েছে।


এরপর চীনের প্রেসিডেন্ট সি চিন পিং’র সভাপতিত্বে বিভিন্ন কর্মসূচী পর্যালোচনা হয়েছে। 


অধিবেশনে তিং সুয়ে সিয়াং, ছেন সি, কুও শেং খুন, হুয়াং খুন মিংকে কংগ্রেসের উপমহাসচিব নির্বাচন করা হয়েছে।

অধিবেশনে বলা হয়েছে, নিখিল চীনে বিভিন্ন সংস্থার নির্বাচিত এবং কেন্দ্রীয় কমিটির অনুমোদিত প্রতিনিধির সংখ্যা ২২৯৬ জন। পর্যালোচনার পর এ সংখ্যা নিশ্চিত  করা হয়েছে। এবারের ২০তম জাতীয় কংগ্রেসে তাঁদের অংশ নেওয়া উচিত।


অধিবেশনে আরও বলা হয়েছে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং-কেন্দ্রিক সিপিসি’র কেন্দ্রীয় কমিটি ২০তম জাতীয় কংগ্রেসের প্রতিনিধি নির্বাচনের ওপর খুব গুরুত্বারোপ করে। গত বছরের নভেম্বর থেকে বিভিন্ন সংস্থা সিপিসি’র সনদ অনুসরণ করে গণতান্ত্রিকভাবে নির্বাচনের কাজ চালিয়ে আসছে। নির্বাচনের মধ্যে বিভিন্ন সংস্থা পার্টির তৃণমূল বিভাগ, প্রতিনিধি অধিবেশনের প্রতিনিধি এবং তৃণমূল সদস্যের অভিমত গ্রহণ করেছে। সিপিসি’র ৯৯.৫ শতাংশ সদস্য নির্বাচনে ভোট দিয়েছেন। 


অধিবেশনে বলা হয়, ঊনবিংশ জাতীয় কংগ্রেস অনুসরণ করে সিপিসি’র কেন্দ্রীয় কমিটি ৮৩ জন বিশেষ অতিথিকে ২০তম জাতীয় কংগ্রেসে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে। বিশেষ অতিথিরা সমান অধিকার ভোগ করবেন।  


তাছাড়া, অধিবেশনে সিপিসি’র ২০তম জাতীয় কংগ্রেসের নির্বাচন প্রস্তাব খসড়া পেশ এবং প্রতিনিধি দলের কাছে পর্যালোচনার জন্য পাঠানো হয়েছে।

(রুবি/এনাম/লাবণ্য)