বিশ্বের বহু-মেরুকরণ প্রক্রিয়ায় এশিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: পুতিন
2022-10-14 17:16:29

অক্টোবর ১৪: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল (বৃহস্পতিবার) বলেছেন, বিশ্ব সত্যিকারের বহু-মেরুকরণের দিকে এগিয়ে যাচ্ছে এবং এশিয়া এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ক্রেমলিনের ওয়েবসাইট অনুসারে, কাজাখস্তানের রাজধানী আসতানায় অনুষ্ঠিত কনফারেন্স অন ইন্টারঅ্যাকশন অ্যান্ড কনফিডেন্স ইন এশিয়া (সিআইসিএ)-এর ষষ্ঠ শীর্ষ সম্মেলনে পুতিন এ কথা বলেন।

পুতিন বলেন, এশিয়ার দেশগুলো বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকাশক্তি। শাংহাই সহযোগিতা সংস্থা, আসিয়ান, ইত্যাদি আঞ্চলিক সংস্থাগুলোও খুবই সক্রিয় শক্তি।

তিনি বলেন, বর্তমানে কাঁচামাল ও অন্যান্য অত্যাবশ্যকীয় পণ্যের উচ্চমূল্যের কারণে দুর্ভিক্ষ ও সামাজিক অস্থিরতার হুমকি দেখা দিচ্ছে। বিশেষ করে দরিদ্র দেশগুলোতে এ সমস্যা প্রকট। এ অবস্থায় বিশ্বব্যাপী খাদ্যশস্যের সরবরাহ-চেইনের স্থিতিশীলতা বজায় রাখতে হবে।

পুতিন আরও বলেন, রাশিয়া বিভিন্ন দেশের মধ্যে নিজস্ব মুদ্রায় লেনদেন বাড়ানোকে সমর্থন করে। এতে দেশগুলোর আর্থিক সক্ষমতা বাড়বে, দেশীয় পুঁজি বাজার বিকশিত হবে, এবং আঞ্চলিক অর্থনৈতিক একীকরণ সহজতর হবে। (ইয়াং/আলিম/ছাই)