মার্কিন সিপিআই সেপ্টেম্বরে অপ্রত্যাশিত হারে বেড়েছে
2022-10-14 17:17:39

অক্টোবর ১৪: চলতি বছরের সেপ্টেম্বরে মার্কিন ভোক্তা মূল্যসূচক (সিপিআই) আগের মাসের তুলনায় ০.৪% এবং গত বছরের একই সময়ের তুলনায় ৮.২% বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধি ছিল অপ্রত্যাশিত। গত ১৩ই অক্টোবর যুক্তরাস্ট্রের শ্রম মন্ত্রণালয় প্রকাশিত পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া গেছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রের সিপিআই বৃদ্ধি প্রত্যাশার চেয়ে ০.৩% বেশি ছিল। আর, সেপ্টেম্বরে জীবনযাত্রার ব্যয় অগাস্ট মাসের তুলনায় ০.৭% বৃদ্ধি পেয়েছে এবং জ্বালানির দাম ২.১% কমেছে।

বিশ্লেষকরা বিশ্বাস করেন, উচ্চ মূল্যস্ফীতি যুক্তরাষ্ট্রের গোটা অর্থনীতিতে প্রভাব ফেলছে; মজুরি ও পারিবারিক জীবন প্রভাবিত করছে। এদিকে, মার্কিন ফেডারেল রিজার্ভ আবারও সুদের হার বাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। (ইয়াং/আলিম/ছাই)