জাকার্তা-বান্দুং দ্রুতগতির রেলপথ ইন্দোনেশিয়া-চীন সহযোগিতার প্রতীক: প্রেসিডেন্ট জোকো
2022-10-14 18:22:40

অক্টোবর ১৪: ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো গতকাল (বৃহস্পতিবার) পশ্চিম জাভা প্রদেশের বান্দুং শহরে জাকার্তা-বান্দুং দ্রুতগতির রেলপথ নির্মাণস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, রেলপথটি সুষ্ঠুভাবে নির্মিত হচ্ছে। এটি ইন্দোনেশিয়া-চীন সহযোগিতার প্রতীক। 

প্রেসিডেন্ট জোকো বলেন, জার্কাতা-বান্দুং দ্রুতগতির রেলপথ নির্মাণের পর স্থানীয় যাত্রী ও পণ্য পরিবহনের ক্ষমতা ব্যাপকভাবে বাড়বে। এটি জাকার্তা ও বান্দুংয়ের জন্য নতুন অর্থনৈতিক প্রবৃদ্ধির সুযোগ সৃষ্টি করবে।

উল্লেখ্য, জাকার্তা-বান্দুং দ্রুতগতির রেলপথের মোট দৈর্ঘ্য ১৪২ কিলোমিটার। এই রেলপথে ঘন্টায় ৩৫০ কিলোমিটার গতিতে ট্রেন চলবে রেলপথ চালু হওয়ার পর জাকার্তা ও বান্দুংয়ের মধ্যে ভ্রমণের সময় অনেক কমে যাবে। (ছাই/আলিম/স্বর্ণা)