ফিলিস্তিনের বিভিন্ন দল সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে
2022-10-14 10:14:11

অক্টোবর ১৪: গতকাল (বৃহস্পতিবার) ফিলিস্তিনের জাতীয় মুক্তি আন্দোলন- ফাতাহ ও ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন- হামাস-সহ ফিলিস্তিনের ১৪টি রাজনৈতিক দল আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে।

আলজেরিয়ার সমন্বয়ে ফিলিস্তিনের বিভিন্ন রাজনৈতিক দল গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আলজিয়ার্সে জাতীয় সংহতি সম্মেলন আয়োজন করে চূড়ান্ত সমঝোতায় পৌঁছে।

আলজেরিয়ার বার্তা সংস্থার খবরে বলা হয়, ‘আলজিয়ার্স ঘোষণা’ নামক সমঝোতায় চুক্তিতে সংলাপ ও আলোচনার মাধ্যমে ফিলিস্তিনের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মতভেদ সমাধান করার ওপর জোর গুরুত্ব দেওয়া হয়েছে। এতে বলা হয়, ফিলিস্তিন মুক্তি সংস্থা- পিএলও ফিলিস্তিনি জাতির একমাত্র বৈধ প্রতিনিধি। বিভিন্ন পক্ষ কার্যকরভাবে জাতীয় সমঝোতা বাস্তবায়নে রাজি হয়েছে। সমঝোতা চুক্তি স্বাক্ষরের দিন থেকে এক বছরের মধ্যে দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।

(প্রেমা/তৌহিদ/শুয়েই)