ইয়েমেনের নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখা সবচেয়ে জরুরি: চীন
2022-10-14 14:47:20

অক্টোবর ১৪: গতকাল (বৃহস্পতিবার) জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী উপ-প্রতিনিধি কেং শুয়াং নিরাপত্তা পরিষদে ইয়েমেন-বিষয়ক মুক্ত অধিবেশনে ভাষণ দেন। তিনি বলেন, দেশটির বর্তমান তুলনামূলক স্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখা খুবই জরুরি।

তিনি বলেন, অর্ধ বছরের যুদ্ধবিরতি দেশটির জন্য ‘আশার আলো’ ডেকে আনছে। ইয়েমেনের জনগণ এবং আন্তর্জাতিক সমাজ যুদ্ধবিরতির বাড়ানো থেকে যথাক্রমে সার্বিক রাজনৈতিক প্রক্রিয়া সম্প্রসারণ করতে চায়। পরিতাপের বিষয় হল, লক্ষ্য বাস্তবায়িত হয়নি। চীন সংশ্লিষ্ট পক্ষকে ইয়েমেনের জনস্বার্থ বিবেচনা করে, সংযম বাজায় রাখা, পরিস্থিতির তীব্রতা এড়িয়ে রাজনৈতিক প্রক্রিয়া এগিয়ে নেওয়ার আহ্বান জানায়।

তিনি বলেন, সংলাপ ও পরামর্শ ইয়েমেনের সমস্যা সমাধানের একমাত্র সঠিক পথ। চীন আশা করে, সংশ্লিষ্ট পক্ষ দ্রুত আলোচনার টেবিলে ফিরে আসবে ও মতভেদ সমাধান করবে। শিগগিরি নতুন যুদ্ধবিরতি চায় চীন।

এ ছাড়া তিনি ইয়েমেনে জাতিসংঘের সাহায্য প্রকল্পের জন্য যথেষ্ট আর্থিক নিশ্চয়তা দেওয়ার আহ্বান জানান।

(প্রেমা/তৌহিদ/শুয়েই)