‘এক অঞ্চল, এক পথ’ প্রস্তাব বৈশ্বিক যৌথ উন্নয়নের ধারণাকে এগিয়ে নিচ্ছে: বিদেশি বিশেষজ্ঞদের অভিমত
2022-10-14 17:20:50

অক্টোবর ১৪: একাধিক আন্তর্জাতিক বিশেষজ্ঞ মনে করেন, চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র নেতৃত্বে চীনের জনগণ সমৃদ্ধ ও সুখী জীবন পেয়েছে। তা ছাড়া, চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের উত্থাপিত ‘এক অঞ্চল, এক পথ’ প্রস্তাব বিশ্বের জন্য কল্যাণকর, যা বৈশ্বিক যৌথ উন্নয়নের ধারণাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে।

থাইল্যান্ডের সাবেক উপ-প্রধানমন্ত্রী পিনি বলেন, সিপিসি’র শীর্ষনেতৃবৃন্দের বিশিষ্ট ক্ষমতা আছে; তাঁদের বিস্তৃত দৃষ্টি, দৃঢ় আদর্শ, ও সততা রয়েছে।

কম্বোডিয়ার পিপলস পার্টির  মুখপাত্র বলেন, “আমি মনে করি, প্রেসিডেন্ট সি’র উত্থাপিত ‘এক অঞ্চল, এক পথ’ একটি বৈশ্বিক প্রস্তাব, যা ইতোমধ্যেই ফলপ্রসূ হয়েছে। কম্বোডিয়ার অবকাঠামো নির্মাণ এবং বিভিন্ন ক্ষেত্রের উন্নয়ন ‘এক অঞ্চল, এক পথ’ প্রস্তাবের কাঠামোতেই হয়েছে। সিপিসি’র ২০তম জাতীয় কংগ্রেসের সাফল্য কামনা করি।”

লাওসের কমিউনিস্ট পার্টির এক প্রাদেশিক ডেপুটি সম্পাদক বলেন, চীন ও লাওসের মধ্যে রেলপথ ক্ষেত্রে সহযোগিতা চলছে। চীন, লাওস ও থাইল্যাণ্ডের মধ্যে আন্তঃসংযোগ ও আন্তঃযোগাযোগ বাস্তবায়ন করতে এবং এতদঞ্চলে আরও বেশি অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করতে স্বল্পকালীন ও দীর্ঘকালীন কার্যক্রমও গ্রহণ করা হয়েছে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)