সিপিসি’র জাতীয় কংগ্রেসের সাফল্য কামনা করলেন বুলগেরিয়ার শিল্প ও বাণিজ্য মহলের পণ্ডিতগণ
2022-10-14 17:19:18

অক্টোবর ১৪: সম্প্রতি বুলগেরিয়ার শিল্প ও বাণিজ্য মহলের একাধিক পণ্ডিত চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-কে দেওয়া বিশেষ সাক্ষাত্কারে বিগত দশ বছরে চীনের অর্জিত বিশাল সাফল্যের ভূয়সী প্রশংসা করেন এবং সিপিসি’র আসন্ন ২০তম জাতীয় কংগ্রেসের সাফল্য কামনা করেন।

বুলগেরিয়ার চীনা শিল্প উন্নয়নের ব্যবসা মালিক সমিতির চেয়ারম্যান দেসিসলাভা দোনচেভা চীন-বুলগেরিয়া আর্থ-বাণিজ্যিক সম্পর্ক পর্যালোচনা করেন ও চীনের সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বিগত দশ বছরে সামাজিক ও অর্থনৈতিক খাতে ব্যাপক উন্নতি করেছে চীন। সেই সঙ্গে, ধারাবাহিক প্রস্তাবের মাধ্যমে, বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ব্যাপক সহযোগিতা ও মৈত্রীর সম্পর্কও গড়ে তুলেছে চীন। এ সবই প্রমাণ করে যে, সিপিসি’র নেতৃত্বে চীনের উন্নয়ন কেবল যে নিজের জন্য কল্যাণকর, তা নয়; বরং বিশ্বের সমৃদ্ধি ও স্থিতিশীলতার জন্য সহায়ক।

বুলগেরিয়ার ‘এক অঞ্চল, এক পথ’ ফেডারেশন চেয়ারম্যান জাহারি জাহারিয়েভ বলেন, সিপিসি’র উন্নয়ন প্রক্রিয়া ও চীনের বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতন্ত্রের সফলতা থেকে প্রমাণিত হয় যে, সমাজাতান্ত্রিক ব্যবস্থা শ্রেষ্ঠ। প্রেসিডেন্ট সি চিন পিংয়ের উত্থাপিত ‘এক অঞ্চল, এক পথ’ প্রস্তাব বুলেগেরিয়ার জন্য গুরুত্বপূর্ণ সুযোগ । (ওয়াং হাইমান/আলিম/ছাই)