কাজাখস্তানে সিআইসিএ-এর ষষ্ঠ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত
2022-10-14 17:15:26

অক্টোবর ১৪: গত ১২ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত কাজাখস্তানের রাজধানী আসতানায় কনফারেন্স অন ইন্টারঅ্যাকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজারস ইন এশিয়া (সিআইসিএ)-এর ষষ্ঠ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।

কাজাখ বার্তাসংস্থার খবর অনুযায়ী, শীর্ষ সম্মেলনে ‘আসতানা ঘোষণা’ গৃহীত হয়। কাজাখস্তানকে ২০২৪ সাল পর্যন্ত সিআইসিএ-এর সভাপতিদেশ হিসেবে কাজ চালিয়ে যেতে এবং একটি সিআইসিএ তহবিল গঠন করতেও সর্বসম্মতভাবে সম্মত হয়েছেন আলোচকরা।

এ ছাড়া, শীর্ষ সম্মেলন চলাকালে সিআইসিএ আনুষ্ঠানিকভাবে কুয়েতকে এর ২৮তম সদস্য হিসাবে গ্রহণ করে এবং ইউরেশিয়ান অর্থনৈতিক কমিশনের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। এর ফলে ইউরেশিয়ান অর্থনৈতিক কমিশন সিআইসিএ-এর ষষ্ঠ অংশীদার সংস্থায় পরিণত হয়। (ইয়াং/আলিম/ছাই)