চীনের এক দশকের উন্নয়নের প্রশংসা জাপানি বিশেষজ্ঞদের মুখে
2022-10-14 18:23:49

অক্টোবর ১৪: সম্প্রতি জাপানি বিশেষজ্ঞরা বিগত এক দশকে অর্জিত চীনের সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র নেতৃত্বে চীন বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করেছে।

টোকিও মেট্রোপলিস জাপান-চীন মৈত্রী সমিতির ভাইস চেয়ারম্যান নাগাটা তেতসুজি বলেছেন, ২০০৪ সালে তিনি চীনের কানসু প্রদেশের তুনহুয়াং শহর সফরে যান। এরপর তিনি চীনের বিভিন্ন স্থানে গিয়েছেন। সেসব সফরে তিনি চীনের দ্রুত উন্নয়নের গতি অনুভব করেন। চীন অব্যাহতভাবে উন্নতি করে যাবে বলে তিনি আশা করেন।

জাপান-চীন মৈত্রী সমিতির চেয়ারম্যান তাকেশি নোদা বলেন, চীনের উন্নয়নের গতি আশ্চর্যজনক। সিপিসি’র নেতৃত্বে চীন বর্তমান সাফল্য অর্জন করেছে। তিনি আশা করেন, সিপিসি’র ২০তম জাতীয় কংগ্রেস সফল হবে।

জাপান-চীন মৈত্রী সমিতির কমিশনার সেতো শিমিজু বলেন, চীনের অসাধারণ সাফল্য অর্জনের ক্ষেত্রে সিপিসি’র নেতৃত্বের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।

এ ছাড়া, জাপানি শিক্ষা মহলের বিশেষজ্ঞরা ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা মনে করেন, চীনা বুদ্ধি গোটা পূর্ব এশিয়া তথা বিশ্বের উন্নয়নে অবদান রাখবে। (ছাই/আলিম/স্বর্ণা)