চীনের আন্তর্জাতিক টেকসই পরিবহন উদ্ভাবন ও জ্ঞানকেন্দ্রের উদ্বোধন; সি চিন পিংয়ের শুভেচ্ছাবার্তা
2022-10-14 18:21:06

অক্টোবর ১৪: চীনা প্রেসিডেন্ট সি চিন পিং আজ (শুক্রবার) চীনের আন্তর্জাতিক টেকসই পরিবহন উদ্ভাবন ও জ্ঞানকেন্দ্রের উদ্বোধন উপলক্ষ্যে একটি শুভেচ্ছাবার্তা পাঠান।

বার্তায় সি চিন পিং বলেন, বিশ্বের টেকসই উন্নয়ন ও যোগাযোগ নিশ্চিত করা, পণ্যের সরবরাহ-চেইনের স্থিতিশীলতা বজায় রাখা, এবং বিশ্বের অর্থনীতির উন্নয়ন-প্রক্রিয়া জোরদার করা খুবই গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক টেকসই পরিবহন উদ্ভাবন ও জ্ঞানকেন্দ্র হলো জাতিসংঘের ‘এজেন্ডা ২০৩০’ টেকসই উন্নয়ন পরিকল্পনার আওতায় গৃহীত একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা। চীন বিভিন্ন দেশের সঙ্গে কেন্দ্রটি ভাগাভাগি করে বিশ্বের পরিবহন সহযোগিতা উন্নত করতে ইচ্ছুক।

উল্লেখ্য, চীনের আন্তর্জাতিক টেকসই পরিবহন উদ্ভাবন ও জ্ঞানকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার বেইজিংয়ে আয়োজিত হয়। (ছাই/আলিম/স্বর্ণা)