কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকীতে পরস্পরকে অভিনন্দন জানালেন চীন ও মালদ্বীপের প্রেসিডেন্টদ্বয়
2022-10-14 19:52:40


অক্টোবর ১৪: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মুহাম্মাদ সলিহ দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উপলক্ষ্যে পরস্পরকে অভিনন্দন জানিয়ে বার্তা বিনিময় করেছেন।

প্রেসিডেন্ট সি তাঁর বার্তায় বলেন, চীন-মালদ্বীপ মৈত্রীর দীর্ঘ ইতিহাস রয়েছে। ৫০ বছর আগে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে, দুটি দেশ সর্বদা একে অপরকে সম্মান ও সমর্থন করেছে এবং পারস্পরিক সুবিধা জন্য কাজ করেছে। সাম্প্রতিক বছরগুলোতে, দুই পক্ষ একসাথে দাঁড়িয়েছে, মহামারীর চ্যালেঞ্জ মোকাবিলা করেছে, ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগের আওতায় সহযোগিতা গভীরতর করেছে, প্রকৃত বহুপাক্ষিকতার পক্ষে সোচ্চার থেকেছে।

সি চিন পিং বলেন, চীন ও মালদ্বীপের মধ্যে ব্যাপক বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যেতে এবং দুই দেশ ও জনগণের জন্য আরও সুবিধা সৃষ্টি করতে তিনি প্রেসিডেন্ট ইব্রাহিমের সঙ্গে কাজ করে যেতে ইচ্ছুক।

নিজের বার্তায় ইব্রাহিম সলিহ বলেন, মালদ্বীপ ‘এক চীননীতি’ অনুসরণ করে যাবে। মালদ্বীপের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে চীনের অবদান স্বীকার করে তিনি বলেন, গত ৫০ বছরে দুই দেশের মধ্যে যে দীর্ঘমেয়াদী বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে, তা অবশ্যই ভবিষ্যতে আরও গভীর ও প্রসারিত হবে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)