‘বিএনপি নেতাদের কথায় সরকারের পতন হবে না।’
2022-10-14 17:33:38

ঢাকা, অক্টোবর ১৪: বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ বিচ্ছিন্ন কোন দ্বীপ নয়। আগামী বছর থেকে বিশ্বমন্দার আশঙ্কা করছে বিশ্বব্যাংক। এই পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দূরদর্শী বলেই আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলেছেন এবং বেশি করে খাদ্য উৎপাদনের কথা বলেছেন বলেও মন্তব্য করেন কাদের।

বিএনপি নেতারা বৈশ্বিক সংকটের বাস্তবতা অনুধাবন না করেই গলার জোরে কথা বলছেন এবং জনগণের কষ্টকে পুঁজি করে রাজনীতি করার অপচেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে সৃষ্ট সংকট বিশ্বব্যাপী, বিশ্বের সব দেশই এই সংকট মোকাবিলা করছে এবং ভবিষ্যতে সংকট গভীরতর হলে তা কীভাবে মোকাবিলা করবে তার দিশা খুঁজছে। অথচ বিএনপি মহাসচিব এই কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করছেন।

আন্দোলনের মাধ্যমে সরকারের পতন হবে—মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘গত এক যুগেরও বেশি সময় ধরে বিএনপি মহাসচিব তাদের হতাশ নেতা কর্মীদের চাঙা করতে এমনটা বলছেন।‘

বিএনপি নেতারা সরকার পদত্যাগের অলীক স্বপ্ন দেখছেন মন্তব্য করে তিনি বলেন, ‘জনগণ যতদিন চাইবে, শেখ হাসিনা সরকার ততদিন ক্ষমতায় থাকবে।‘ বিবৃতিতে ওবায়দুল কাদের আরও বলেন, ‘বিএনপি নেতাদের কথায় সরকারের পতন হবে না।‘

সাজিদ/ রহমান