নদী বাঁচাতে বিশ্ব ব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ
2022-10-13 19:23:27

ঢাকা, অক্টোবর ১৩: ঢাকার নদীগুলো বাঁচাতে বিশ্ব ব্যাংকের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। ঢাকা শহরকে বাসযোগ্য করতে এবং এর চারপাশে থাকা নদীগুলো পুনরুদ্ধারের মাধ্যমে সৌন্দর্যবর্ধনে সংস্থাটির কাছে ঋণ চেয়েছে বাংলাদেশ।

সম্প্রতি ওয়াশিংটনে বিশ্ব ব্যাংকের বাংলাদেশ অফিস জানিয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাধ্যমে প্রস্তাবটি বিশ্ব ব্যাংকে জমা দেওয়া হয়।

প্রস্তাবে আম্ব্রেলা  ইনভেস্টমেন্ট কর্মসূচির আওতায় ঢাকা শহরের আশপাশের নদীগুলো পুনরুদ্ধারের জন্য একটি বিনিয়োগ কর্মসূচি ডিজাইন করতে বাংলাদেশ প্রযুক্তিগত সহায়তা চেয়েছে।

বিশ্ব ব্যাংকের বাংলাদেশ অফিস জানায়, এ কর্মসূচির নকশা করার জন্য বিশ্ব ব্যাংক একটি প্রযুক্তিগত সহায়তা দেবে, যার মাধ্যমে নদীগুলো পুনরুদ্ধারের মাধ্যমে ঢাকাকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা হবে। এ বিষয়ে পরামর্শ সেবা দেওয়ার জন্য একটি আন্তর্জাতিক গ্রুপের সঙ্গে চুক্তি হয়েছে।

বিশ্ব ব্যাংককে বাংলাদেশ জানিয়েছে, নদী পুনরুদ্ধার একটি জটিল বিষয়। এখানে অনেক খাত ও অংশীজন জড়িত রয়েছে। বিশ্ব ব্যাংকের সঠিক পরিকল্পনায় সমন্বিত নদী ব্যবস্থাপনার জন্য একটি সামগ্রিক কৌশল এবং একটি সময়োপযোগী পদ্ধতির প্রয়োজন।

অভি/রহমান