১০ বছরে চীনে ব্যবসা-প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে বছরে গড়ে ১২ শতাংশ হারে
2022-10-13 19:01:29

অক্টোবর ১৩: গত ১০ বছরে চীনে ব্যবসা-প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে বছরে গড়ে ১২ শতাংশ হারে। এর মধ্যে ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত ব্যবসা-প্রতিষ্ঠানে বেড়েছে চার গুণ, যা মোট সংখ্যার ৯০ শতাংশের বেশি। আর বিদেশি বিনিয়োগে প্রতিষ্ঠিত ব্যবসা-প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৫০ শতাংশের বেশি। চীনের জাতীয় বাজার তত্ত্বাবধান ব্যুরোর পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

আজ (বৃহস্পতিবার) জাতীয় বাজার তত্ত্বাবধান ব্যুরোর জানায়, ২০২০ সাল থেকে চীনে ব্যবসা-প্রতিষ্ঠানগুলোর জন্য বিভিন্ন সুবিধাজনক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের সমস্যা দূর করার চেষ্টা অব্যাহত আছে। এর ফলে ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত শিল্প ও ব্যবসা-প্রতিষ্ঠানগুলো আগের তুলনায় ভালো করছে এবং কর্মসংস্থান সৃষ্টিতে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা।

ব্যুরো আরও জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত, ব্যক্তি উদ্যোগে ১ কোটি ৩৫ লাখ ৯১ হাজার নতুন শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে ওঠে। আর, ২০২২ সালের আগস্টের শেষ পর্যন্ত, নিবন্ধিত ব্যক্তি উদ্যোগের ৯০ শতাংশ ছিল তৃতীয় শিল্প। (ইয়াং/আলিম/ছাই)