আরেকটি কৃত্রিম উপগ্রহ কক্ষপথে পাঠালো চীন
2022-10-13 19:15:04


অক্টোবর ১৩: আজ (বৃহস্পতিবার) সকাল ৬টা ৫৩ মিনিটে চীনের থাই ইউয়ান উপগ্রহ উতক্ষেপণ কেন্দ্র থেকে লংমার্চ-২সি পরিবাহক-রকেটের সাহায্যে একটি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠায় চীন। এস-এসএআর-০১ নামক উপগ্রহটি নির্দিষ্ট সময় পর পূর্বনির্ধারিত কক্ষপথে প্রবেশ করে।

উপগ্রহটি প্রধানত জরুরি ব্যবস্থাপনা, প্রাকৃতিক পরিবেশসংশ্লিষ্ট তথ্য দেবে। পাশাপাশি, এটি প্রাকৃতিক সম্পদ, জল সংরক্ষণ, কৃষি,  গ্রামীণ এলাকা, বনজ সম্পদ, তৃণভূমি, ইত্যাদি খাতেও কাজে লাগবে।

এটি ছিল লংমার্চ পরিবাহক-রকেট সিরিজের ৪৪৩তম মিশন। (ওয়াং হাইমান/আলিম/ছাই)