একতরফা জবরদস্তিমূলক ব্যবস্থা মানব সমাজের জন্য ক্যান্সারস্বরূপ: জাতিসংঘে চীনা প্রতিনিধি
2022-10-13 18:58:13

অক্টোবর ১৩: একতরফা জবরদস্তিমূলক ব্যবস্থা হলো মানব সমাজের জন্য ক্যান্সারস্বরূপ। এ ধরনের ব্যবস্থা অবৈধ ও অযৌক্তিক। সবধরনের একতরফা জবরদস্তিমূলক ব্যবস্থা তুলে নিতে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানায় চীন। জাতিসংঘে চীনের স্থায়ী উপপ্রতিনিধি তাই পিং সম্প্রতি এক সভায় এ কথা বলেন।

তাই পিং বলেন, কোনো কোনো দেশ একতরফাভাবে অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে এবং গুরুতরভাবে ‘জাতিসংঘের সংবিধান’ লঙ্ঘন করে। এতে জনগণের জীবন, স্বাস্থ্য, উন্নয়ন ও শিক্ষার অধিকারকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পশ্চিমা দেশগুলোকে অবশ্যই একতরফা জবরদস্তিমূলক ব্যবস্থার ফলে সৃষ্ট সংকটের দায় নিতে হবে।

তিনি আরও বলেন, একতরফা জবরদস্তিমূলক ব্যবস্থা বিশ্বের বিভিন্ন স্থানে সংঘাতের সৃষ্টি করে চলেছে। একতরফা ব্যবস্থার বিরোধিতা করা আন্তর্জাতিক সমাজের দায়িত্ব। (ছাই/আলিম/স্বর্ণা)