আফ্রিকার জলবায়ু-বিষয়ক আর্থিক সহায়তার প্রতিশ্রুতি পূরণের জন্য উন্নত দেশগুলোকে তাগিদ দেয় চীন
2022-10-13 14:58:21


অক্টোবর ১৩: জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী উপ-প্রতিনিধি তাই পিং গতকাল (বুধবার) ‘আফ্রিকার জলবায়ু ও নিরাপত্তা’-বিষয়ক জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক আলোচনাসভায় ভাষণ দেন। তিনি উন্নত দেশগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব আফ্রিকার জলবায়ু-বিষয়ক আর্থিক সহায়তার প্রতিশ্রুতি বাস্তবায়নের তাগিদ দেন।


চীনা প্রতিনিধি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আফ্রিকাকে সাহায্য করার আওয়াজ গুরুত্বপূর্ণ নয়। বরং, গুরুত্বপূর্ণ বিষয় হলো- এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা এবং আফ্রিকার চাহিদা পূরণ করা। উন্নত দেশগুলোর জলবায়ু-বিষয়ক আর্থিক ঋণের প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানান তিনি। তিনি বলেন, ‘আফ্রিকার সত্যিকার অর্থ সহায়তা পাওয়া উচিত।’ 


তিনি বলেন আফ্রিকার অনেক দেশ এখনও শিল্পায়নের প্রাথমিক পর্যায়ে আছে। তাদেরকে সামাজিক উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন মোকাবিলার দুটি বড় দায়িত্ব রয়েছে। তবে উন্নত দেশগুলো তাদের শিল্পায়ন ইতোমধ্যে শেষ করেছে। 


তিনি আরো বলেন, আফ্রিকার দেশগুলোকে জলবায়ু পরিবর্তন মোকাবিলা করতে সাহায্য দেওয়ার বিষয়ে চীন বরাবরই কাজ করে আসছে।

(আকাশ/তৌহিদ/ফেইফেই)