চিন্তা ভাবনা করেই নির্বাচন বন্ধ করা হয়েছে: সিইসি
2022-10-13 19:24:25

ঢাকা, অক্টোবর ১৩: প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন বন্ধ করা কোনও হঠকারী সিদ্ধান্ত ছিল না; নির্বাচন কমিশন চিন্তা-ভাবনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে সিইসি বলেন, গাইবান্ধা-৫ আসনে  নির্বাচনটি যেন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সেজন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে যাবতীয় আয়োজন সম্পন্ন করা হয়েছিল।

তিনি বলেন, বুধবার সকাল ৮টায় ভোট শুরু হয়। আগারগাঁওয়ে স্থাপিত কন্ট্রোল রুমে তিনিসহ অন্যান্য কমিশনার, দায়িত্ব পালনকারী সচিবালয়ের কর্মকর্তা ও কারিগরি সহায়তাকারী ও মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কাজী হাবিবুল আউয়াল বলেন, কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী দুপুর ২টা ৩০ মিনিটে গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করা হয়। অনিয়মগুলো তদন্ত করে আগামী ৭ দিনের মধ্যে একটি প্রতিবেদন দিতে কমিটি করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পরে ওই আসনের পরবর্তী নির্বাচন বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

সিইসি বলেন, আগের পৌরসভা নির্বাচনগুলোতে প্রত্যেক ভোটকেন্দ্রের প্রতিটি ভোটকক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছিলো যেন কেউ অবৈধ ভোট দিলে তার প্রমাণ থাকে।

অভি/রহমান