‘সংলাপের মাধ্যমে কলম্বিয়ায় বিদ্যমান সমস্যা সমাধানের প্রক্রিয়াকে স্বাগত জানায় বেইজিং’
2022-10-13 18:56:41

অক্টোবর ১৩: কলম্বিয়ায় সংলাপের মাধ্যমে বিদ্যমান সমস্যা সমাধানের প্রক্রিয়াকে স্বাগত জানায় বেইজিং। জাতিসংঘে চীনের স্থায়ী উপপ্রতিনিধি কেং শুয়াং (বুধবার) নিরাপত্তা পরিষদে কলম্বিয়াবিষয়ক এক সভায় এ কথা বলেন।

তিনি বলেন, সংলাপ ও আলোচনা হলো যেকোনো মতভেদ দূর করার কার্যকর পদ্ধতি। চীন কলম্বিয়ার সরকারের সংলাপের মাধ্যমে সংঘাত অবসানের প্রচেষ্টাকে স্বাগত জানায়।

কেং শুয়াং বলেন, কলম্বিয়ার সরকার ‘কলম্বিয়া জাতীয় মুক্তিবাহিনী’-র সঙ্গে শান্তিপূর্ণ আলোচনা পুনরায় শুরু করেছে, যা প্রশংসনীয়। আশা করা যায়, অন্যান্য সশস্ত্র দলগুলোও সংলাপের পথে ফিরে আসবে।

কেং শুয়াং আরও বলেন, কলম্বিয়ার নতুন সরকার দেশে স্থায়ী শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার ব্যাপারে দৃঢ় সংকল্প ব্যক্ত করেছে। চীন, কলম্বিয়ার সার্বভৌমত্বকে সম্মানের ভিত্তিতে, সেদেশের সার্বিক শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের প্রক্রিয়াকে সমর্থন করে যাবে। (ছাই/আলিম/স্বর্ণা)