জাতিসংঘ শরণার্থী নির্বাহী কমিটিতে চীনের অবস্থান ও কার্যক্রম
2022-10-13 11:28:38

অক্টোবর ১৩: গতকাল (বুধবার) জাতিসংঘের জেনিভা কার্যালয় এবং সুইজারল্যান্ডে চীনের স্থায়ী প্রতিনিধি ছেন স্যুই জাতিসংঘ শরণার্থী নির্বাহী কমিটির ৭৩তম অধিবেশনের সাধারণ বিতর্কে দেওয়া ভাষণে শরণার্থী ইস্যুতে চীনের অবস্থান এবং আন্তর্জাতিক শরণার্থী রক্ষা এবং মানবিক খাতে চীনের ইতিবাচক অবদান তুলে ধরেছেন।

তিনি বলেন, ২০২২ সালে বিশ্বের শরণার্থী ও গৃহহীন মানুষের সংখ্যা প্রথমবারের মতো ১০ কোটি ছাড়িয়েছে, যা বিশ্বের নিরাপত্তা ও উন্নয়নে অনেক নতুন চ্যালেঞ্জ ডেকে আনছে।

তিনি জোর দিয়ে বলেন, উন্নয়নশীল দেশগুলো বিশ্বের ৮০ শতাংশেরও বেশি শরণার্থী গ্রহণ করেছে। তাই উন্নত দেশগুলোর উচিত কার্যকরভাবে সাহায্যের প্রতিশ্রুতি পালন করা এবং শরণার্থী ও তাদের গ্রহণকারী দেশগুলোকে আরো বেশি সমর্থন দেওয়া।

তিনি বলেন, দীর্ঘকাল ধরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কিছু পশ্চিমা দেশ যুদ্ধ ও গোলযোগ সৃষ্টি করছে, অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করছে এবং মানবিক দুর্যোগ সৃষ্টি করে আসছে। চীন এসব দেশকে সতর্ক করতে চায় এবং আত্মসমালোচনা করে, শরণার্থী সৃষ্টির কারণ নির্মূল করা এবং  দায়িত্ব পালন করার তাগিদ দেয়।

তিনি আরো বলেন, চীন শরণার্থী বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতার ওপর অনেক গুরুত্ব দেয়। চীন বাস্তব কার্যক্রমের মাধ্যমে শরণার্থী আসা দেশে দীর্ঘমেয়াদী নিরাপত্তা ও স্থিতিশীলতা বাস্তবায়নে সহায়তা দিয়ে যাচ্ছে। চীন অব্যাহতভাবে শরণার্থী বিষয়ক হাই-কমিশন এবং আন্তর্জাতিক সমাজের সঙ্গে সহযোগিতা জোরদার করে, বিশ্বের শরণার্থী সমস্যা সমাধানে আরো বেশি ভূমিকা পালন করতে চায়।

(প্রেমা/তৌহিদ/শুয়েই)