যৌথভাবে গ্যাস কেনার ব্যাপারে একমত হলো ইইউ’র সদস্যরাষ্ট্রগুলো
2022-10-13 18:52:36

অক্টোবর ১৩: যৌথভাবে প্রাকৃতিক গ্যাস কেনার ব্যাপারে একমত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গতকাল (বুধবার) চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে অনুষ্ঠিত ইইউ’র জ্বালানিসম্পদমন্ত্রী পর্যায়ের এক অনানুষ্ঠানিক সম্মেলনে এ ঐকমত্য প্রতিষ্ঠিত হয়।

সম্মেলনে প্রাকৃতিক গ্যাসের দাম, শীতকালে জ্বালানিসম্পদের মজুত, ও বিদ্যুতের বাজারের সংস্কার নিয়েও আলোচনা হয়।

ইইউ’র পালাক্রমিক সভাপতিরাষ্ট্র চেক প্রজাতন্ত্রের শিল্প ও বাণিজ্যমন্ত্রী জোসেফ সিকলা সম্মেলনশেষে প্রেস ব্রিফিংয়ে বলেন, অংশগ্রহণকারী মন্ত্রীরা মনে করেন, ২০২৩ সাল থেকে যৌথভাবে গ্যাস কিনতে ও প্রাকৃতিক গ্যাসের দাম সমন্বয় করতে হবে, যাতে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ করা যায়।

তিনি আরও বলেন, ইউরোপীয় কমিশন আগামী সপ্তাহে সংশ্লিষ্ট প্রস্তাব পেশ করবে। সদস্যরাষ্ট্রগুলোর জ্বালানিসম্পদমন্ত্রীরা ২৫শে অক্টোবর লুক্সেমবুর্গে অনুষ্ঠেয় সম্মেলনে প্রস্তাবটি গ্রহণ করবেন বলে আশা করা যাচ্ছে। (ছাই/আলিম/স্বর্ণা)