চীন বিষয়ে বাংলাদেশের মানুষের মনোভাব ইতিবাচক
2022-10-13 21:47:35

ঢাকা, ১৩ অক্টোবর: চীন ও বাংলাদেশের সম্পর্ক নতুন যুগে প্রবেশ করেছে এবং দুই দেশের সম্পর্ক দিনে দিনে আরো বেশি ঘনিষ্ট হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত লি জিমিং।

রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজিত‘ ন্যাশনাল ইমেজ অব চায়না ইন বাংলাদেশ’ শীর্ষক কনফারেন্সে বৃহস্পতিবার সন্ধ্যায়  তিনি এ কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের উদ্যোগে এবং চীনা দূতাবাসের সহযোগিতায় এই কনফারেন্স আয়োজিত হয়।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড ইমতিয়াজ আহমেদ।

প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব শাব্বির আহমেদ চৌধুরী

বিশেষ অতিথি ছিলেন  সাবেক রাষ্ট্রদূত এবং বাংলাদেশ অ্যালায়েন্স ফর উইমেন লিডারশিপের প্রেসিডেন্ট  নাসিম ফিরদাউস,  সাবেক রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমেদ, অধ্যাপক এম এম আকাশ প্রমুখ।

 আধ্যাপক ইমতিয়াজ আহমেদ জানান জরিপে দেখা গেছে চীনের প্রতি বাংলাদেশের মানুষদের মনোভাব ইতিবাচক। তিনি শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস, উইগুর মুসলিম ইত্যাদি বিভিন্ন ইস্যুতে পাঁচ হাজার ২০০ মানুষের মধ্যে এই জরিপ চালান।

অনুষ্ঠানের শেষে প্রশ্নোত্তর পর্বে রাষ্ট্রদূত লি জিমিং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সীমান্তে মর্টার এসে পড়ার বিষয়টিকে দুঃখজনক বলে মন্তব্য করেন।

উইগুর ইস্যুতে তিনি বলেন, চীনে আড়াই কোটির বেশি মুসলিম আছে। উইগুরদের মধ্যে খুব কম সংখ্যক জঙ্গীদের বিষয়ে চীন সরকার অনমনীয়। যেমন বাংলাদেশও জঙ্গী ইস্যুতে জিরো টলারেন্স মনোভাব পোষণ করে। কিন্তু চীনের ৫৬টি জাতির মধ্যে ১০টি জাতির মুসলিম শান্তিপূর্ণভাবেই সেদেশে বাস করছে। উইগুরদের বিষয়ে কতিপয় পশ্চিমা প্রতিষ্ঠানের ভুয়া সংবাদ ও অপপ্রচার বিষয়ে তিনি বাংলাদেশের মিডিয়াকে সতর্ক থাকার জন্য অনুরোধ করেন। 

শান্তা/ আনন্দি