ইউরোপ নতুন দফা কোভিড মহামারীর মুখোমুখি: ইউরোপীয় স্বাস্থ্য বিভাগ
2022-10-13 19:03:33

অক্টোবর ১৩: তিনটি ইউরোপীয় স্বাস্থ্য ব্যবস্থাপনা বিভাগের প্রধানরা গতকাল (বুধবার) এক যৌথ বিবৃতিতে জানান,  ইউরোপে কোভিড-১৯ মহামারী এখনও শেষ হয়নি, বরং মহামারী-সংশ্লিষ্ট কিছু সূচক আবার বেড়েছে। আর, এটি নতুন দফা মহামারীর ইঙ্গিতবহ।

যৌথ বিবৃতিতে আরও বলা হয়, ইউরোপীয় অঞ্চলের উচিত মহামারীর বিরুদ্ধে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া এবং সতর্কতা শিথিল না-করা। বিবৃতিতে জনস্বাস্থ্য রক্ষার জন্য টিকাসহ প্রাপ্ত সকল প্রতিরোধমূলক সরঞ্জাম ব্যবহারের আহ্বান জানানো হয়।

একই দিনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে প্রকাশিত কোভিড-১৯ মহামারীসংক্রান্ত সাপ্তাহিক রিপোর্ট অনুসারে, ৩ থেকে ৯ অক্টোবর পর্যন্ত সময়কালে ইউরোপে প্রায় ১৬.৭ লাখ মানুষ নতুন করে কোভিডে আক্রান্ত হয়, যা গোটা বিশ্বের ৫৮ শতাংশ। একই সপ্তাহে নতুন করে ২৮৬০ জন আক্রান্ত মানুষ মারা যান, যা গোটা বিশ্বের প্রায় এক-তৃতীয়াংশ। (ইয়াং/আলিম/ছাই)