বিদ্যুতের দাম বাড়ছে না: বিইআরসি
2022-10-13 19:26:20

ঢাকা, অক্টোবর ১৩: পাইকারি বা ভোক্তা কোনও পর্যায়েই বিদ্যুতের দাম বাড়ছে না; আগের দামই অপরিবর্তিত থাকছে। জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বৃহস্পতিবার এটি নিশ্চিত করেছে।

এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান আবদুল জলিল সংস্থার সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বিদ্যুতের দাম না বাড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছে বিইআরসি।

বিইআরসি চেয়ারম্যান বলেন, পিডিবি গত ১২ জানুয়ারি বিদ্যুতের পাইকারি দাম পুনঃনির্ধারণের প্রস্তাব জমা দেয়। এরপর ১৮ মে তাদের প্রস্তাবের ওপর গণশুনানি হয়েছে। সব পর্যালোচনা করে আগের দামই বহাল রাখা হয়।

এদিকে, ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম জানান, গণশুনানিতে বিদ্যুতের পাইকারি দাম বাড়ানোর কোনও যৌক্তিকতা প্রমাণ করতে পারেনি সরকার। আর সে কারণেই বিদ্যুতের দাম বাড়ানোর কোনও সুযোগ নেই। 

ঐশী/রহমান